ধুনটে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তা‌রিকুল ইসলাম.

বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় ধুনট বাজার বাজাজ শো-রুম এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শ্রমিক লীগ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব এসএম মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা, কামরুল ইসলাম, হাসান আহম্মেদ জেমস ম‌ল্লিক, আলেফ বাদশা, তোজাম্মেল হক, আল মাসুদ, মাসুদ রানা, উপ‌জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ইকবাল হোসেন রিপন, উপ‌জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপ‌জেলা শ্র‌মিক লীগের যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠ‌নিক সম্পাদক সাকিব খান ও সহসাংগঠনিক সম্পাদক নোমান প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ