ধুনটে সংবাদ সম্মেলনে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় পৈত্রিক সম্পত্তিতে পুকুর সংস্কার করতে গিয়ে ঠিকাদারের রোষানলে পড়েছে এলাকার এক পরিবার। বিষয়টি থেকে উত্তরনের জন্য ভুক্তভোগী পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ধুনট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য কামরুজ্জামান রঞ্জু।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার নাটাবাড়ি গ্রামে আমাদের বাবার সম্পত্তির উপর একটি পুকুর রয়েছে। নাটাবাড়ি-বাকশাপাড়া সড়কের পাশে এ পুকুর। চলতি বছর আমরা পুকুরটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। এরপর থেকে বগুড়া গন্ডগ্রামের মকবুল হোসেনের ছেলে ঠিকাদার মাসুদ আমাদের পুকুরের মাটি কেনার জন্য প্রস্তাব দিয়ে আসছে। সে আমাদের এলাকার জামাই। সেই সুবাদে সে আমাদের পুকুর থেকে মাটি ক্রয়ের জন্য ১০ লাখ টাকা দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু আমরা সেই প্রস্তাব ফিরিয়ে দেই। এতে সে আমাদের উপর ক্ষুব্ধ হয়।

    পরবর্তীতে পুকুরের দুই পার্শ্বের পাড় সংস্কারের পর ঠিকাদার মাসুদকে মাটি বিক্রির প্রস্তাব দিলে সে বিনা পয়সায় মাটি নেয়ার এবং আমাদের পরিবারকে নানাভাবে বিপদে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের এক বড় ভাই নুরুজ্জামান মন্টুর সাথে নিয়ে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

    ওই সংবাদ সম্মেলনে আমাদের পুকুরটিতে ওই বড় ভাইয়ের জায়গা আছে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে বড় ভাইয়ের কোন জায়গা পুকুরটিতে নেই। এছাড়াও তার কোন সম্পত্তি জবর দখল করা হয়নি। ঠিকাদার মাসুদ আমাদেরকে বিপদে ফেলানোর জন্যই অপচেষ্টা করছেন।

    পুকুর সংস্কার করতে গিয়ে আমরা একটি এনজিও থেকে ঋণ নিয়েছি। যদি আমরা পুকুর সংস্কার কাজ শেষ করতে না পারি তবে ঋণের কিস্তির টাকা পরিশোধ কিভাবে হবে এ বিষয়টি নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঠিকাদার মাসুদের রোষানল থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ