Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ধুনট সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) জানে আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল মজিদ, ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) নূরে আলম সিদ্দিকী, ধুনট চালকল মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক জুয়েল ইসলাম, উপ খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী, আব্দুর রাজ্জাক ও আল মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, চলতি মৌসুমি উপজেলার দুইটি খাদ্য গুদামে ৩০ টাকা কেজি দরে ১ হাজার ২৭৮টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৫০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ৭ মে থেকে শুরু হওয়া এ ধান ও চাল সংগ্রহ অভিযান শেষ হবে ৩১ আগস্ট।