ধুনটে সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন


স্টাফ রিপোর্টার.

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ ধ্রুব সাংস্কৃতিক পরিষদের অনুমোদনে চিত্তরঞ্জন সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক রকিবুল হাসান, দৈনিক প্রথম আলো’র ধুনট প্রতিনিধি মাসুদ রানা, আমিনা মনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, জিএমসি কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেন, গীতিকার মোফাজ্জল হোসেন, বেহালা বাদক তুফান চন্দ্র, সঙ্গীতশিল্পী বেলাল হোসেন, আশরাফুল আলম, সঙ্গীত প্রশিক্ষক সেলিনা সুলতানা লিখন, চিত্তরঞ্জন সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ চিত্তরঞ্জন বর্মন, প্রশিক্ষক নুরুল ইসলাম, যজ্ঞেশ্বর রায় ও খলিলূর রহমান প্রমুখ।

উল্লেখ্য, চিত্তরঞ্জন সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রে শিশু থেকে শুরু করে সববয়সী সঙ্গীতানুরাগীদের আবৃত্তি, গান, তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, বাঁশি, নৃত্যসহ বিভিন্ন ধরনের সংগীত এবং চারুকারু বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ