ধুনটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জিল্লুর রহমান.

বগুড়া ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে গাজিউর রহমান প্রামানিক (৪৫) নামের তিন মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের খোকশাহাটা গ্রামের বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ২০১০ সালে নারী ও শিশু নির্যাতন আইনে গাজিউর রহমান প্রামানিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের হয়। গত ২০ এপ্রিল ওই মামলায় আদালত গাজিউর রহমানের ৩ মাসের কারাদন্ড দেন। আদালতের পরোয়ানামুল তাকে নিজবাড়ী থেকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে থানা থেকে কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ