ধুনটে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

কারিমুল হাসান লিখন.

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ, যৌতুক ও নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ী থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রাঙ্গামাটি গ্রামের আজিম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৬০), শৈলমারী গ্রামের মোফাজ্জল হোসেন চেরু’র ছেলে রুবেল আকন্দ (৩২) ও চুনিয়াপাড়া গ্রামের সামছুল আলম প্রামানিকের ছেলে জুনু প্রামানিক।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, রাঙ্গামাটি গ্রামে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে স্বামী ভোলা বাদী হয়ে প্রতিবেশী আব্দুল লতিফের বিরুদ্ধে ২০১৪ সালে ধর্ষন মামলা দায়ের করেন। চলতি মাসের শুরুতে ওই মামলায় আব্দুল লতিফের ৫ বছরের কারাদন্ড দেন বিজ্ঞ বিচারক। এদিকে ধর্ষন মামলা দায়েরের পর থেকে গ্রাম ছেড়ে আব্দুল লতিফ শেরপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে বসবাস করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে শৈলমারী গ্রামের রুবেল আকন্দের বিরুদ্ধে ২০১৪ সালে একটি মামলা দায়ের হয়। স্ত্রী রুবিনা আকতারের দায়েরকৃত ওই মামলায় রুবেল আকন্দের ৩ মাসের কারাদন্ড হয়েছে। এছাড়া আরেকটি মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে জুনু প্রামানিককে গ্রেফতার করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ