ধুনটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আশরাফুল আলম.


বগুড়ার ধুনটে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী তাহেরুল ইসলাম (৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত তাহেরুল ইসলাম উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামের শাহার আলীর ছেলে।

থানাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তাহেরুল ইসলামের বিরুদ্ধে তার স্ত্রী টপি থাতুন পারিবারিক আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাহেরুলের উপর গ্রেফতারি পরোয়ান জারি করে আদালত। মামলায় অভিযুক্ত আসামীর ২বছর জেল ও ২০০০/-টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২মাসের জেল দেয় আদালত।

এরপর থেকে আসামী পালতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৩টায় আসামীকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানা পুলিশ। মঙ্গলবার তাকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ