ধুনটে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জন আটক

আবু সুফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আব্দুল জলিলের প্রামানিকে ছেলে সাজাপ্রাপ্ত আসামী শহিদুর রহমান ওরফে শহিদুল ইসলাম (৪০), মৃত জয়নাল মোল্লার ছেলে ফরায়জুল হক (৪৫) ও মথুরাপুর ইউনিয়নের উজালসিং গ্রামের জয়নাল শেখের ছেলে তারা শেখ (৫৫)।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শহিদুল ইসলামকে মারামারির মামলায়, ফরায়জুল হক (৪৫) চুরির মামলায় ও তারা শেখকে (৫৫) চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

শনিবার তাদের আদালতে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ