ধুনটে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

 বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে পৃথক দৃ’টি মামলা সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঊপজেলার বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্রের ছেলে সঞ্জয় কুমার স্বর্ণকার (৩০) ও গোসাইবাড়ী গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুল মোমিন (২৮)। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে দু’জনকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার উপ পরিদর্শক খোকন কুন্ডু জানান, ২০১০ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় সঞ্জয় কুমারের বিরুদ্ধে স্বর্ণ চুরির অভিযোগে একটি মামলা হয়। ২০১৩ সালের আগস্টে আদালত তাকে ২ বছরের কারাদন্ড দেয়। ওই মামলায় সঞ্জয় স্বর্ণকার পলাতক ছিলো। অন্যদিকে ২০১৪ বগুড়ার আদালতে খোরপোষের দাবীতে আব্দুল মোমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে স্ত্রী লিমা খাতুন। গত ৪ এপ্রিল আদালত ওই মামলায় আব্দুল মোমিনের ৩ মাসের কারাদন্ড দেয়। শুক্রবার দুপুরে সাজাপ্রাপ্ত দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ