ধুনটে সাজাপ্রাপ্ত নৈশ প্রহরী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলা কৃষি অফিসের নৈশ প্রহরী লুৎফর রহমানকে (২৮) আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে গ্রেপ্তার করেছে পুলিশ। সে অর্থ আত্মসাৎ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। লুৎফর রহমান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের কেরামত আলীর ছেলে।

রোববার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রায় ৫ বছর আগে লুৎফর রহমান বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নেন। পরবর্তীতে ওই ব্যবসায়ী তার কাছে টাকা ফেরৎ চাইলে তিনি তালবাহানা শুরু করেন। টাকা না পেয়ে ওই ব্যবসায়ী ২০১৯ সালে লুৎফর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

গত ২৮ জুলাই আদালত ওই মামলায় লুৎফর রহমানকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। কিন্তু আদালতের রায়ের পর থেকে লুৎফর রহমান পলাতক ছিলেন। বাড়ি ফিরে আসার সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, আদালতের পরোয়ারামূলে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামী লুৎফর রহমানকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ধুনট বার্তাকে বলেন, নৈশ প্রহরী লুৎফর রহমানের বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে চাকুরী বিধিমোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ