ধুনটে সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার

আবু সুফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক কারবারি বিটল সরকারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মৃত জালাল উদ্দীন সরকারের ছেলে। শনিবার দুপুর ৩টার দিকে ধুনট থানা থেকে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, বিটল সরকার এলাকার চিহ্নিত মাদক কারবারি। মাদক বিক্রি করতে গিয়ে সে থানা পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছে। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে সে প্রতিবারই মাদক ব্যবসায়ের সাথে জড়িয়ে পড়ে। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে থানায় ৯টি মাদক মামলা হয়েছে।

এর মধ্যে ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়। সেই মামলায় গত ২৫ মার্চ বিচারিক আদালত তাঁকে দুই বছরের সাজা দেন। এরপর থেকে বিটুল সরকার পলাতক ছিল। শনিবার সে বাড়ি ফিরে আসে। সংবাদ পেয়ে দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, বিটুল সরকার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। এতদিন সে পলাতক ছিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ