
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামী জাহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ভোর ৫টার দিকে উপজেলার বিশ্বহারিগাছা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের আল মামুনের ছেলে।
থানা পুলিশ জানায়, জাহিদুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক কারবারি। ২০১৮ সালে মাদকসহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় আদালতের হাকিম তাকে দুই বছরের কারাদন্ড দেন। আদালতের রায়ের পর থেকে পলাতক ছিল জাহিদুল।
এ অবস্থায় সোমবার রাতে বাড়ি ফিরে আসে সে। গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে বিশ্বহারিগাছা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


