ধুনটে সাত দফা দাবীতে আদিবাসীদের মানববন্ধন

আবু সু‌ফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় সাঁওতাল হত্যা দিবস উপলক্ষ্যে ৭ দফা দাবীতে শোক র‌্যালী, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন উপজেলা আদিবাসী পরিষদ। শনিবার দুপুর ১টার দিকে ধুনট বাজার চারমাথা এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়।

আদিবাসীদের কর্মসূচীতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি স্বপন কর্ণী দাস। এসময় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক পলাশ বাগদী, সহসভাপতি আলো কর্ণী দাস, পৌর আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন কর্ণী দাস, সদস্য পল্লব কর্ণী দাস ও আদিবসী নেত্রী মনিকা মন্ডল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ