কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে সাধারন মানুষের প্রশংসায় প্রশংসিত হয়েছেন পৌরসভার মেয়র এজিএম বাদশা।
গত ৩০ আগস্ট ২০১৭ বুধবার দুনট পৌর সভায় ভোটার হালনাগাদ চলাকালে পৌর এলাকার একজন মাকে নিজ সন্তানের মত যত্নের সহিত ভোটার তালিকায় হালনাগাদ করানার পর নিরাপদে বাড়ি পৌছানোর জন্য নিজ কোলে করে ভ্যানে উঠিয়ে দিয়ে সাধারন মানুষের কাছে প্রশংসিত হয়েছেন। সে সময় ঐ মা অশ্রু সিক্ত হয়ে পৌরসভার মেয়র এজিম বাদশাকে চুমু দিয়ে দোয়া করেন।
পৌর মেয়র এজিএম বাদশার ফেসবুক প্রফাইলে ঘটনাটির ভিডিও আপলোড হওয়ার পর থেকে সাধারন মানুষের মনে একটি নাম, একটি সপ্ন, একটি আস্থা, এজিএম বাদশা।


