ধুনটে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য পূর্ব কান্তনগর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মঙ্গলবার বাদ ফজর এ মৃত্যুর ঘটনা ঘটে। প্রয়াত আফতাব হোসেন ওই গ্রামের মৃত মাওলানা আবদুল হান্নান আকন্দের বড় ছেলে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযায়, আফতাব হোসেন আকন্দ দির্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর রাতে তিনি সেহরী খেয়ে রোজার নিয়ত করেন। এছাড়া ফজরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি বুকে তীব্র যন্ত্রনা অনুভব করেন। এরপরই তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ