ধুনটে সামাজিক সুরক্ষা সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনটে বঞ্চিত জনের অধিকার প্রকল্পের অন্তর্ভূক্ত জন-প্রতিষ্ঠান সমূহ শক্তিশালীকরণ কার্যক্রম বাস্তবায়নের জনত সামাজিক সুরক্ষ সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নাগরিক সহায়ক দল ও লাইট হাউস রেসপন্সিবল প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক সহায়ক দলের ধুনট উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।

    এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, বীরমুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান মাকছুদুল হক বাচ্চু, নাগরিক সহায়ক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, লাইট হাউস রেসপন্সিবল প্রকল্পের ধুনট উপজেলা কর্মকর্তা সানজিদা নাছরিন, প্যারালিগাল ওমর ফারুক ও নাগরিক সহায়ক দলের সদস্য আলমগির হোসেন প্রমুখ।

    উল্লেখ্য ভিজিডি,প্রতিবন্ধি, বিধবা, বয়স্ক, হতদরিদ্র, মাতৃকালীন সুবিধা বঞ্চিত উপজেলার ৪৩জন নাগরিক অনিয়ম, দূর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে প্রশাসনকে অবহিত করেন। শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারিদের মতামত ও সুপারিশ সমূহ গূরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ