Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

সেতু নির্মাণের মধ্যদিয়ে পারাপারের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর গ্রামবাসী। বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে পরিচিতি পেয়েছিল ইছামতি নদী বেষ্টিত এই গ্রাম। নদী পারাপারে নৌকা বা বাঁশের সাঁকো ছিলো যাদের অন্যতম অবলম্বন। একটি সেতু নির্মাণের জন্য যুগ যুগ ধরে দাবী জানিয়ে আসছিল গ্রামবাসী। অবশেষে নির্মাণ হয়েছে তাদের স্বপ্নের সেতু।

ধুনট উপজেলায় আড়কাটিয়া-মোহনপুর সড়কের ইছামতি নদীর উপর নব নির্মিত পিএসসি গার্ডার সেতুটির দৈর্ঘ্য ৮১ মিটার। প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেলে নব নির্মিত সেতুটির উদ্বোধন করেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এলজিইডি বগুড়া’র নির্বাহি প্রকৌশলী গোলাম মোর্শেদ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার পরিদর্শক তদন্ত রাজ্জাকুল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলম।
কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, সদস্য হায়দার আলী ও আলেফ বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, রেজাউল করিম, রেজাউল করিম তালুকদার, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, জিএম ফিরোজ পাশা, এমএ তারেক হেলাল, শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সহসভাপতি প্রভাষক আলিম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএস ফেরদৌস আলম শ্যামল, হেদায়েতুল ইসলাম গামা, সাইদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ইছামতি নদীর উপর সেতু নির্মাণে বদলে গেছে গ্রামীণ দৃশ্যপট। আর একারনেই আনন্দিত মোহনপুর গ্রামবাসী। সেতু নির্মাণের ফলে নদী পারাপারের অভিশাপ থেকে যেমন মুক্তি মিলেছে, তেমনি এলাকার সার্বিক উন্নয়নের সম্ভাবনার দ্বার উম্মোচন হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
