ধুনটে সিবিপি’র শোকর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় কমরেড জসিমুদ্দিন মন্ডলের স্বরণে শোক র‌্যালী ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শোকর‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

পরে শহীদ মিনার চত্বরে শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাহা সন্তোষ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জিন্নাতুল ইসলাম।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সহ সাধারণ সম্পাদক হরিশংকর সাহা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রমিক নেতা মতিয়ার রহমান, শ্রমিক নেতা সামসুল হক ভোলা, বিভূতি ভূষন শীল ও যুবনেতা সেলিম রেজা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ