ধুনটে সুজন এর ১৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

কারিমুল হাসান লিখন.


সচেতন, অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ও সংগঠতি জনগনই গণতন্ত্রের রক্ষাকবচ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা সুশাসনের জন্য নাগরিক এর যুগ্ম সম্পাদক কলামিষ্ট রেজাউল হক মিন্ট এর সঞ্চালনায় ও সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা সুশাসনের জন্য নাগরিক এর সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, ধুনট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ধুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন শেফালী, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সালেহ স্বপন, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী পপি রানী, এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা সুজনের শফিকুল ইসলাম, কাষাধ্যক্ষ জহুরুল মল্লিক, দপ্তর সম্পাদক বাবুল ইসলাম, প্রচার সম্পাদক মোকছেদুল হাসান ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক সারমিন সুলতানা, সদস্য মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, রেজভী আহম্মেদ, মামুনুর রশিদ, হারুনর রশিদ সোহেল, মাহবুবুল আলম সাইম, জমিলা খাতুন, ফেরদৌসী মীর, তাছলিমা খাতুন, মাসুদা আকতার ও ফরিদা পারভীন প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ