Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধিদের নিয়ে মাংস-ভাত খাবারের আয়োজন করে স্বপ্নসেবা নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। শুক্রবার দুপুরে ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজনে অংশ নেন এলাকার নানা বয়সের শতাধিক দুঃস্থ প্রতিবন্ধী নারী-পুরুষ।
চার দিন আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের পক্ষ থেকে এসব প্রতিবন্ধীদের দাওয়াত পৌছে দেওয়া হয়। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে একত্রিত হয়েছিলেন তারা। গরুর মাংস, ভাত, ডিম, দই ও মিষ্টি সহ ৮রকমের খাবার খাওয়ানো হয় তাদের। পেট ভরে খেতে পেয়ে এসব প্রতিবন্ধীদের চোখেমুখে দেখা যায় আনন্দের উচ্ছাস।
মাংস ভাত উৎসবে আসা দুখনি খাতুন জানান, আমার খুব আনন্দ লাগছে। আমাদের তো কেউ এভাবে ডেকে খাওয়ায় না। সাইদুল ইসলাম জানান, আমরা গরিব মানুষ। প্রতি বছর ঈদে এই ভাবে আমাদের কখনও সুযোগ হয় না গোস্ত ভাত খাওয়ার।
উৎসবের এই আয়োজন সফল করতে কাজ করেন স্বপ্নসেবার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান রাজু, আশার আলো, সোহাগ, গোলম, সজিব, তুহিন, রাজিব, কায়েস, সুমন, আলাউদ্দিন, রাতুল, ইমরান ও খালিদ।
স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, কোরবানির ঈদে সবাই মাংস খেলেও প্রতিবন্ধীরা বঞ্চিত থাকেন। তাদের ঘরে হয়তো সামান্য মাংস থাকতে পারে, কিন্তু শারীরিকভাবে অক্ষম হওয়ায় আমরা সাধ্য অনুযায়ী তাদের জন্য মাংস ও ডাল-ভাতের আয়োজন করেছি।
উৎসবে অতিথি হিসেবে অংশ নেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্। তিনি সুবিধা বঞ্চিত মানুষের জন্য ঈদ উৎসবের এমন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক অপূর্ণ রুবেল, জাহিদুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, তারিকুল ইসলাম।
