
বগুড়ার ধুনট উপজেলায় কৃষক হত্যা মামলার প্রধান আসামী মাদক কারবারি সুলতান আলী হত্যাকান্ডের ঘটনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মকবুল হোসেনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালের দিকে নিহতের মা খোদেজা খাতুন বাদি হয়ে এ মামলা দায়েন করেন। নিহত সুলতান আলী (৩২) শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান আলী বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে জলাশয়ে মাছ শিকার করতে যায়। এসময় পূর্বশত্রুতার জের ধরে আসামীরা তাকে কুপিয়ে হত্যা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।
সুলতান আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৮টি মামলা আদালতে বিচারধিন রয়েছে। এসব মামলায় সুলতান আলী জামিনে ছিলেন।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম ধুনট বার্তাকে বলেন, হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


