ধুনটে সেই বৃদ্ধের ধর্ষণের শিকার আরো দুই শিশু !


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    প্রতিবেদনটি তৈরী করেছেন : আমিনুল ইসলাম শ্রাবণ ।।

    বগুড়ার বগুড়ার ধুনট উপজেলার আলোচিত ধর্ষক জয়নাল আবেদীনের আরো অপকর্ম বের হয়ে আসছে। সিরিয়াল এই ধর্ষক আরো দুই শিশুকে নির্যাতন করেছে বলে পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

    শুক্রবার পুলিশ নির্যাতিত ওই দুই শিশুর সঙ্গে কথা বলেছে। এর আগে চার শিশুকে ধর্ষণের ঘটনায় জয়নাল আবেদীনকে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করা হলে সে বিচারকের নিকট স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।

    ধুনট উপজেলার মুথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের ৫২ বছর বয়সি জয়নাল আবেদীন তিন সন্তানের জনক। পেশায় ভ্যান চালক। একই গ্রামের চার শিশুকে গত ৬ ও ৮ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে সে। জলপাইসহ চটকদার খাবার দেয়ার লোভ দেখিয়ে সে শিশুদের নিজের বাড়িতে ডেকে নেয়ার পর ধর্ষণ করে এবং মুখ খুললে মেরে ফেলা হবে বলে শিশুদের ভয় দেখায়। ওই চার শিশু অসুস্থ হয়ে পড়ায় তাদের পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। এতেই জয়নালের অপকর্ম ফাঁস হয়ে পড়ে।

    নির্যাতিত চার শিশুর পরিবার মঙ্গলবার ধুনট থানায় অভিযোগ করলে পুলিশ জয়নালকে গ্রেফতার করার পর সে ধর্ষণের কথা স্বীকার করে। পরে সে আদালতেও স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেয়।

    এক শিশু জানায়, ১০-১২ দিন আগে জয়নাল কলা খাওয়ানোর নাম করে আরো দুই শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে। ধর্ষণের পর তাদের মেরে ফেলার ভয় দেখানোয় বিষয়টি আর প্রকাশ পায়নি। তবে জয়নাল গ্রেফতার হওয়ার পর এখন ওই ঘটনাটি বেরিয়ে আসায় পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া শুরু করে।

    বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ধুনট বার্তাকে জানান, ওই শিশুর সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা এবং তদন্ত চলছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেলে জয়নালের বিরুদ্ধে আরো একটি ধর্ষণ মামলা হতে পারে। চার শিশু ধর্ষণের ঘটনায় জয়নালের বিরুদ্ধে ইতিমধ্যে পৃথক ২টি ধর্ষণ মামলা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ