ধুনট সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের উদ্বোধন

বগুড়ার ধুনট শহরের টিএন্ডটি মোড় এলাকায় ধুনট সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। শুক্রবার সকাল ১১টায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্। পরে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর বাবুল আকতার বাবু, আলী আজগর মান্নান, রনজু মল্লিক, ফরহাদ হোসেন, আপাল শেখ, রফিকুল ইসলাম, সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান রোকন, আনোয়ার হোসেন সবুজ, সুলতান মাহমুদ, সাইদুল ইসলাম, ওয়াসিম হোসেন, পলাশ মাহমুদ, চুমকী খাতুন, সাথী খাতুন, শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আতাউর রহমান পলাশ ও রকিবুল হাসান রকি প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ