
আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট বাজারের সোনালী সমবায় বাণিজ্যিক সংস্থা লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে ধুনট বাজারের সোনালী নিউ মার্কেটে অবস্থিত সংগঠনের কার্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সদস্যদের ভোটে সংগঠনের সভাপতি সুলতানা কনক লায়লা, সহসভাপতি পদে অঘোর সরকার এবং সম্পাদক পদে প্রভাষক রাজু আহমেদ পুনরায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির সদস্য পদে ব্যবসায়ী শাহীন হোসেন, হেলাল উদ্দিন, আব্দুল হাকিম, শাহাদৎ হোসেন মনির, ফরিদুল ইসলাম ও মুকুল হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

