
বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যদের বিদায়, অভিষেক ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা স্কাউট লিডার মোজাম্মেল হক ও স্কাউট পরিদর্শক নোমান ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান স্কাউট লিডার, পরিদর্শক ও সংশ্লিষ্ট স্কাউটদের বিদায়, নতুন লিডারদের অভিষেক এবং নবাগত স্কাউট ও গার্ল ইন স্কাউটদের বরণ করা হয়।


