ধুনটে স্কুলছাত্রীকে অপহরন চেষ্টার অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট উপজেলায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরন চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ছাত্রী’র বিধবা মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

    অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের বাঁশহাটা গ্রামের এক বিধবার ১০ম শ্রেণি পড়–য়া কন্যা রয়েছে। সোমবার বিকেল ৩টায় ওই স্কুল ছাত্রী বাড়ীতে একাই অবস্থান করছিল। এ সুযোগে প্রতিবেশী ওবায়দুর রহমানের ছেলে শাহাদৎজামান মুকুল (৩২) ওই স্কুল ছাত্রীকে জোড় পূর্বক বাড়ী থেকে ধরে নিয়ে যায়। এক পর্যায়ে মুকুলের বাড়ীর সামনে পৌছুলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে মুকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ওই স্কুল ছাত্রীর আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বিধবা মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শাহাদৎজামান মুকুল, তার বাবা ওবায়দুর রহমান ও মা নুরজাহান বেগমকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ মুকুলের মা নুরজাহান বেগমকে আটক করেছে।

    ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। অভিযুক্ত যুবক মুকুলের মা নুরজাহান বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ