
বগুড়ার ধুনট উপজেলায় নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মিস্টার (৩৫) ও তার সহযোগী আব্দুল হামিদকে হেরোইন সহ গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল মান্নান মিস্টার উপজেলার নলডাঙ্গা গ্রামের নুর হোসেনের ছেলে এবং আব্দুল হামিদ পাকুড়িহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নলডাঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মিস্টার ও তার সহযোগী আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যার দিকে নলডাঙ্গা বাজার এলাকায় হেরোইন বিক্রি করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নলডাঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে স্কুলের সভাপতি আব্দুল মান্নান মিস্টারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আব্দুল মান্নান মিস্টার ও আব্দুল হামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের পর তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

