ধুনটে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় পরীক্ষার্থী কারাগারে

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনটে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৪) অপহরনের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে শামিম হোসেন (২৫) নামের এক পরীক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার রাতে ধর্ষিতা ওই ছাত্রী বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করলে সোমবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে। শামিম হোসেন ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসার কামিল পরীক্ষার্থী।
মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চরনাটাবাড়ী গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে নাটাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের হাফিজুর রহমানের ছেলে শামিম হোসেন ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যাক্ত করতো। গত ২৮ মার্চ সকাল ১০টায় বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে সিএনজিযোগে অপহরন করে নিয়ে যায় শামিম হোসেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বগুড়ার অজ্ঞাত একটি স্থানে ওই ছাত্রীকে আটকে রেখে জোড়পূর্বক ধর্ষন করে বখাটে শামিম। পরবর্তীতে ওই ছাত্রীকে ধুনট সদরপাড়া এলাকার তার আত্বীয়র বাড়ীর সামনে ফেলে রেখে পালিয়ে যায় সে। কিন্তু লোকলজ্বার ভয়ে বিষয়টি ওই ছাত্রী গোপন রাখলেও গত শনিবার আবারও তাকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বখাটে শামিম।
এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এঘটনায় রবিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে আটককৃত শামিম হোসেনকে আসামী করে ধুনট থানায় মামলা দায়ের করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ