ধুনটে স্কুল শিক্ষকের বাসায় চুরি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আমিনুল ইসলাম শ্রাবণ.

    বগুড়ার ধুনট উপজেলায় দিনের বেলায় স্কুল শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টায় পৌর এলাকার সদরপাড়া গ্রামে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুকুল চন্দ্র তলাপত্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

    মুকুল চন্দ্র তলাপাত্র জানান, তার স্ত্রী, মেয়ে ও ছেলে সবাই শিক্ষকতা করেন। পেশাগত কারনে মঙ্গলবার দিনের বেলায় তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অন্যদিকে দুপুর ১২টায় মুকুল চন্দ্র তলাপাত্র ব্যক্তিগত প্রয়োজনে বাড়িতে তালা লাগিয়ে বাজারে আসেন। এ সুযোগে চোরেরা তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করার পর কয়েকটি কক্ষের আসবাবপত্র তছনছ করেছে। এসময় চোরেরা মুকুল তলাপাত্রের কন্যা ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পণা তলাপাত্রের ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ধুনট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ