ধুনটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

ইমরান হোসেন ইমন.



    বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে মাসুদ মন্ডল (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় উপজেলার বাকশাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

    থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে মাসুদ মন্ডলের সাথে ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের সোনার উদ্দিনের মেয়ে রনি আক্তারের (১৮) প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। জীবিকার তাগিদে মাসুদ মন্ডল ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী করার সুবাদে সে গাজিপুরের কালিয়াকৈর থানার সখিপুর এলাকার ভাড়া বাসায় থাকে। গত দুই মাস আগে মাসুদ মন্ডল তার স্ত্রী রনি আক্তারকে ওই বাসায় নিয়ে আসে। শুক্রবার ভোর ৫টার দিকে রনি আক্তারের মৃত্যু হয়। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর কাউকে না জানিয়ে লাশ নিয়ে শ্বশুর বাড়ীতে চলে আসে মাসুদ মন্ডল। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ স্বামী মাসুদ মন্ডলকে আটক করে এবং লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

    রনি আক্তারের বাবা সোনার উদ্দিন ধুনট বার্তাকে বলেন, ওরা দুজন প্রেম করে বিয়ে করেছে। কিন্তু বিয়ের পরে তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তবে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

    তবে স্ত্রীকে হত্যার বিষয়টি অস্বীকার করে মাসুদ মন্ডল ধুনট বার্তাকে বলেন, আমরা দাম্পত্য জীবনে খুব সুখি ছিলাম। কিন্তু সে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরন করেছে।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ধুনট বার্তাকে বলেন, লাশের গলায় এক পাশে জখমের চিহ্ন রয়েছে। একারনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। তবে এঘটনায় গাজিপুরের কালিয়াকৈর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ