ধুনটে স্ত্রীর উপর অভিমান করে মাছ ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামে বগা হাওলাদার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ ঘরের তীরের (আড়া) সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এসময় তার গলায় স্ত্রীর ছবি যুক্ত মালা ছিলো। বগা হাওলাদার চরধুনট গ্রামের নিখিল হাওলাদারের ছেলে।

স্ত্রীর উপর অভিমান করে বগা হাওলাদার আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধারনা করছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধুনট থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগা হাওলাদার দীর্ঘদিন ধরে ধুনট শহরে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। তার স্ত্রী একজন পোশাক শ্রমিক। সম্প্রতি তারা চরধুনট গ্রামের বাড়িতে একত্রে অবস্থান করছিলেন।

প্রায় ১৫ দিন আগে বগা হাওলাদারের উপর অভিমান করে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। ধারনা করা হচ্ছে বগা হাওলাদারের সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী। একারনে স্ত্রীর উপর অভিমান করে বগা হাওলাদার বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ ঘরের তীরের (আড়া) সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। স্ত্রীর ছবিযুক্ত মালা তার অভিমান বা ভালবাসার প্রকাশ ঘটানোর প্রয়াস।

এদিকে বগা হাওলাদারের আত্মহত্যার বিষয়টি প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ধুনট থানায় একটি অস্বাভাবিক মৃত্য (ইউডি) মামলা হয়েছে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ