স্থানীয় সূত্রে জানা যায়, পারধুনট দক্ষিণপাড়ার সেলিম স্ত্রী গ্রামের মধ্যপাড়ার এক যুবকের সাথে গোপনের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি ওই যুবকের হাত ধরে পালিয়ে যায় ওই গৃহবধু। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সেলিম ও তার পরিবারের সদস্যরা। শনিবার বিকেলে মধ্যপাড়া গ্রামের আহতরা ধুনট বাজার থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে দক্ষিণপাড়ায় পৌছুলে সেলিম মিয়া, তার বাবা খোকা মিয়া ও তার মা অতর্কিত ভাবে তাদের মারপিট করে। আহতদের মধ্যে রুবেল মিয়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।