কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় আব্দুর রাজ্জাক শেখ (৩৫) নামের এক দিনমজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে সোমাবার বিকেলে গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী গ্রামের বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মেছের আলী শেখের ছেলে।
ধুনট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক গোসাইবাড়ী সাতমাথা এলাকার আব্দুল কাদেরের মেয়ে হাজরা খাতুনকে বিবাহ করে ছিল। দাম্পত্য কলহের জের ধরে তাদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজরা খাতুন বগুড়ার আদালতে তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন ও যৌতুক আইনে মামলা দায়ের করেন। ওই মামলার পরোয়ানামূলে পুলিশ সোমবার বিকেলে নিজবাড়ী থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ধুনট থানা থেকে তাকে বগুড়ার আদালতে হাজির করা হয়। এসময় বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।