ধুনটে স্বামীর ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর শয়ন ঘর থেকে ওয়াসা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওয়াসা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর নয়াপাড়া এলাকার উজ্জল হোসেনের স্ত্রী।

শুক্রবার সকালের দিকে ধুনট থানা থেকে ওয়াসার মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে স্বামীর ঘর থেকে ওয়াসার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহত গৃহবধুর স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ইশ্বরঘাট গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ওয়াসা খাতুনের ৩তিন বছর আগে উত্তর কান্তনগর নয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে উজ্জাল হোসেনের সাথে বিয়ে হয়। সংসারের অভাব অনটন নিয়ে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলের দিকে সংসারে অভাবের জন্য প্রতিবেশি এক ব্যক্তির নিকট থেকে ৫০০ টাকা ধার নেয় উজ্জাল হোসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে সন্ধ্যা বৃহস্পতিবার ৭টার দিকে ওয়াসা খাতুনের লাশ স্বামীর শয়ন ঘরের তীরের সাথে (ধরনা) গলায় ওড়না দিয়ে ঝুলে থাকতে দেখা যায়। এ ঘটনার পর স্বামী উজ্জাল হোসেন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ রাত ১২টার দিকে ওয়াসা খাতুনের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ঘটনার পর থেকে উজ্জাল হোসেন পলাতক থাকায় এ বিষয়ে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন খান ধুনট বার্তা‌কে জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। গৃহবধূর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ