ধুনটে স্বামী পরিত্যক্তা নারীকে পিটিয়ে আহত

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে রেহেনা আক্তার (৩৫) নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে পিটিয়ে আহত করেছে। রেহেনা আক্তার উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মৃত মোজাহার আলী শেখের স্বামী পরিত্যক্তা মেয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পেঁচিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রেহেনা আক্তার সংবাদ কর্মীকে জানান, আমি পেঁচিবাড়ি গ্রামের মোজাম হাজি শেখের ছেলে আলম শেখ এর বাড়িতে দৈনিক ১০ টাকা হাজিরায় সাংসারিক কাজে সহযোগিতা করি। দির্ঘ ৭-৮ মাস এভাবে কাজ করার পর ঘটনার দিন আমি কাজ না করার সিদ্ধান্ত নিলে আলম শেখ ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে আমাকে পিটাতে থাকে। পরে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে।
উল্লেখ্যযে, আলম শেখ উপজেলা ভূমি সাব রেজিস্ট্রি অফিসে মোহরির কাজ করে। আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রসঙ্গত কোন উত্তর দেননি। আহত রেহেনা আক্তার পরের দিন বুধবার সকালে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি বলে জানাযায়।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ