
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর আশু রোগ মুক্তি কামনায় বগুড়ার ধুনটে সমাবেত প্রার্থনা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধুনট কেন্দ্রীয় রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এ প্রার্থনা হয়।
এরআগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সেলিম রেজা রিমান।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুজ্জামান নয়ন, সুলতান মাহমুদ, মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক অমৃত শর্মা, সাংগঠনিক সম্পাদক লিমন, দপ্তর সম্পাদক সাজু মিয়া, অর্থ সম্পাদক সৈকত, আইন বিষয়ক সম্পাদক রিফাত, মন্দির
কমিটির সভাপতি পলান দাস ও কোষাধক্ষ্য গোবিন্দ ঘোষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


