ধুনটে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

ফজলে রাব্বী মানু.

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় যুগিগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান।

চৌকিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য আব্দুস ছালাম, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা যুবলীগের সদস্য নূর ইসলাম, চৌকিবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাবিবর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক সোহেল রানা।

আলোচনা সভা শেষে রবিউল ইসলাম ডলারকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ৭নং ওয়ার্ড কমিটি, নাঈম সরকারকে সভাপতি ও টিএম শুভ সোহাগকে সাধারণ সম্পাদক করে ৮নং ওয়ার্ড কমিটি এবং আরাফাত ইসলাম রাব্বীকে সভাপতি ও শিপন শেখকে সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ