বগুড়ার ধুনট উপজেলায় সৎ ভাইয়ের নির্যাতনে শিল্পী খাতুন (২২) নামের অন্তঃসত্বা এক গৃহবধু আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিল্পী খাতুন শাহজাহানপুর উপজেলার ফুলকুট গ্রামের নির্মাণ শ্রমিক রুবেল মিয়ার স্ত্রী।
আহত শিল্পী খাতুনের মা ফুয়ারা খাতুন জানায়, পারিবারিক প্রয়োজনে মেয়ে জামাই রুবেল মিয়ার কাছ থেকে ৮ হাজার টাকা ধার নেন শ্বশুড় খলিলুর রহমান। এক সপ্তাহ যাবত বাবার বাড়ী বেড়াতে আসে শিল্পী খাতুন। মঙ্গলবার রাতে পারিবারিক কাজে অর্থের প্রয়োজনে বাবার কাছ থেকে ধার দেওয়া পাওনা টাকা ফেরৎ চায় ওই গৃহবধু। কিন্তু জামাইয়ের থেকে নেওয়া ধারের টাকা পরিশোধে বাঁধা দেয় সৎ ভাই দুলাল মিয়া (৩০)। এসময় দুলালের সাথে বাক বিতন্ডায় জরিয়ে পড়ে শিল্পী। এতে ক্ষিপ্ত হয়ে বাটাম দিয়ে ৪ মাসের অন্তঃসত্বা শিল্পী খাতুন মারপিট করে দুলাল। এঘটনায় ওই গৃহবধু অসুস্থ্য হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন সনি বলেন, অন্তঃসত্বা নারীকে মারধরের ঘটনায় অনাগত সন্তান ঝুঁকিতে থেকে যায়। নির্যাতনেরশিকার গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গৃহবধুকে নির্যাতনের ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।