ধুনটে সড়ক কার্পেটিংকাজের উদ্বোধন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

তারিকুল ইসলাম.

বগুড়ার ধুনট-গোসাইবাড়ী সড়ক হতে জিঞ্জিরতলা ঈদগাহ হয়ে সরকারপাড়া ইছামতি নদীর ঘাট পর্যন্ত কার্পেটিংদ্বারা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৮১০মিটার দৈর্ঘ্য সড়কটি কার্পেটিংদ্বারা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৮লাখ ৪২হাজার টাকা।

সোমবার সকালে সরকারপাড়া মন্দির এলাকায় সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্।

এসময় ধুনট পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদি হক, কাউন্সিলর বাবুল আখতার, রঞ্জু মল্লিক, আপাল শেখ, ফরহাদ হোসেন, আলী আজগর মান্নান, শিউলী আকতার, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু ও ঠিকাদার বদরুল হাসান আগা উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ