ধুনটে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় ভটভটির চাপায় উর্মী খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মহিশুরা-মথুরাপুর সড়কের বানিয়াগাঁতী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উর্মী খাতুন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, পার্শ্ববর্তী চান্দাইকোনা হাটে ভটভটি যোগে গরু নিয়ে যাচ্ছিলেন কাজিপুর উপজেলার বাঐখোলা গ্রামের মিল্টন আহমেদ। মহিশুরা-মথুরাপুর সড়কের বানিয়াগাঁতী নয়াপাড়া গ্রামে পৌছুলে ভটভটি শিশু শিক্ষার্থী উর্মী খাতুনকে চাপা দেয়। এসময় উর্মী খাতুন সড়ক পার হচ্ছিল। ভটভটির চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। স্থানীয় লোকজন ভটভটি আটক করলেও চালক মিল্টন আহমেদ কৌশলে পালিয়েছে। নিহত উর্মী খাতুন এনজিও পরিচালিত স্থানীয় শিখন স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এছাড়া পুলিশ ভটভটি চালককে গ্রেফতারের চেষ্টা করছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ