ধুনটে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত

 

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন বাসযাত্রী আহত হয়েছে। সোমবার দুপুর বিকেল সাড়ে ৩টায় ধুনট-গোসাইবাড়ী সড়কের বাকশাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার জোলাগাঁতী গ্রামের মৃত শ্যামল সাহার ছেলে শংকর সাহা (৩৭), চালাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী আমেনা খাতুন (২৯), শেরপুর উপজেলার শাহানগর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন প্রামানিকের ছেলে রমজান আলী প্রামানিক (৬০) ও মাহানগর গ্রামের মজিদ প্রামানিকের ছেলে জামাল উদ্দিন (৫)।

আহত শংকর সাহা ধুনট বার্তাকে জানান, উপজেলার গোসাইবাড়ী বাজার থেকে সোনার মদিনা এন্টার প্রাইজ নামের একটি বাস যাত্রী নিয়ে ধুনট আসছিল। বিকেল সাড়ে ৩টায় গাড়ীটি বাকশাপাড়া গ্রামে পৌছুলে সড়কের ভাঙ্গাস্থানে গাড়ীর চাকা দেবে যায়। এসময় রাস্তার পাশে একটি ঘরের চালার সাথে লেগে গাড়ীর কাঁচ ভেঙ্গে যাত্রীদের শরীরে আঘাত করে। ভাঙ্গা কাঁচের টুকরোর আঘাতে ৪ জন যাত্রী আহত হয়। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ