আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের জামে মসজিদ থেকে নবীর উদ্দিনের বাড়ী পর্যন্ত ৭০ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র এজিএম বাদশাহ্।
এসময় ধুনট কাউন্সিলর শাহজাহান আলী, রঞ্জু মল্লিক, ফজলুল হক সোনা, আ.লীগ নেতা প্রভাষক সিরাজুল ইসলাম লিটন, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু হাসান ভুঁইয়া ও কার্য সহকারী মাহমুদুল ইসলাম টুকু উপস্থিত ছিলেন।

