Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় হরতালে পিকেটিং করার জন্য সমাবেত বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী। এছাড়া স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মারপিটে উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম শরাফাতজামান পাশা আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় ধুনট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের মুক্তির দাবীতে শনিবার জেলা ব্যাপী অর্ধদিবস হরতালের আহ্বান করে বিএনপি। শনিবার সকাল ৮টায় বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার জন্য বাসষ্ট্যান্ড এলাকায় সমাবেত হতে থাকে। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া করে।
এদিকে সাবেক পৌর প্রশাসক বিএনপি নেতা আকতার আলম সেলিম কয়েকজন নেতাকর্মী নিয়ে হরতালের সমর্থনে কাঁচাবাজার এলাকা দিয়ে অফিসপাড়া এলাকায় মিছিল করেন। মিছিলে উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম টগর, সাংগঠনিক সম্পাদক মাও. আতাউর রহমান, বিএনপি নেতা চাঁন মেম্বার, আব্দুল খালেক, আব্দুস ছালাম, যুবদল নেতা মহব্বত হোসেন, লিওন, লিটন, ছাত্রদল নেতা তমাল, মোত্তালেবসহ প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।
সকাল ৯টায় কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহরের চারমাথা এলাকায় আসেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফাতজামান পাশা। এসময় স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীকে তাকে মারপিট করেন। আহত বিএনপি নেতা বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, হরতালের সমর্থনে নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করে। এসময় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাঠিচার্জ বা মারপিটের কোন ঘটনা ঘটেনি।