ধুনটে ১০টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন


স্টাফ রিপোর্টার.


শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় খাদ্য অধিদপ্তরের পরিচালনায় হতদরিদ্র পরিবারের কার্ডধারীদের মাঝে ১০টাকা কেজি করে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্র কার্ডধারী ব্যক্তিরা প্রতিমাসে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল কিনতে পারবে।

বুধবার সকাল ১১টার দিকে ধুনট শহরের বাসষ্ট্যান্ড এলাকায় উক্ত চাল বিক্রির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ প্রমুখ।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ