ধুনটে ১১লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১১লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় এলাঙ্গী বাজারের জামিলুর রহমানের পরিত্যক্ত মেশিনারীজ দোকান থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের রেজাউল করিম বাদশার ছেলে স্বপন মিয়া (১৯) ও এলাঙ্গী গ্রামের সাইফুল ইসলামের ছেলে সনি সরকার (২৪)।

ধুনট থানার এসআই খোকন কুমার জানান, এলাঙ্গী বাজার এলাকায় গোপনে স্বপন মিয়া, সনি সরকার, সুলতান মাহমুদ নামে তিনজন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। সোমবার বিকেলে এলাঙ্গী বাজারের জামিলুর রহমানের পরিত্যক্ত মেশিনারীজ দোকানে মদ বিক্রির জন্য তারা অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্বপন মিয়া ও সনি সরকারকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুলতান মাহমুদ। পরে সেখান থেকে ২৫০ এমএল এর ৪৪ বোতলে ১১ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত স্বপন মিয়া, সনি সরকার ও পলাতক শৈলমারী গ্রামের আলতাব আলীর ছেলে সুলতান মাহমুদের (২৮) বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ