Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় ৩য় পর্যায়ে ১৫০ টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুই শতক জমিসহ আধাপাকা বাড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহপ্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়ায় গৃহহীন পরিবারের সদস্যদের কাছে জমির দলিল হস্তান্তর করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি দলিল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম খান ও বীরমুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম।
উল্লেখ্য, প্রতিটি বাড়ির নির্মান ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০টাকা। প্রতিটি পরিবারের ঘরে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। আশ্রয়ণ পল্লীর বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এরআগে ধুনট উপজেলায় ১ম পর্যায়ে ১০১টি এবং ২য় পর্যায়ে ১২০টি বাড়ি প্রদান করা হয়েছে।