ধুনটে ১৫ বোতল মদ সহ ইলেকট্রনিক্স ব্যবসায়ি গ্রেফতার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্টাফ রিপোর্টার.

    বগুড়ার ধুনট বাজারের বিশ্বজিৎ চন্দ্র (৩০) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়িকে ১৫বোতল চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে ধুনট থানা থেকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদক ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামের নিবারন চন্দ্রের ছেলে।

    ধুনট থানার এসআই মন্তাজ আলী ধুনট বার্তাকে জানান, বিশ্বজিৎ চন্দ্র ধুনট জিরোপয়েন্ট এলাকায় দোকানঘর ভাড়া নিয়ে ‘বিশ্বজয় ইলেকট্রনিক্স’ নামে দোকানে ইলেকট্রনিক্স পন্য বিক্রি করে আসছিল। একইসাথে তার ওই দোকান থেকে অভিনব কায়দায় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে। পুলিশ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালান। অভিযানকালে ওই ব্যবসায়ীর গুদাম থেকে ৩৫০ মি.লি বোতলের ১৫বোতল মদ ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় বিশ্বজিৎ চন্দ্রের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ