জিল্লুর রহমান.
বগুড়ার ধুনটে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, উপজেলার চিকাশী দক্ষিন পাড়ার লাল মিয়ার ছেলে নান্নু মন্ডল(৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে নিজ বাড়ীর পাশ থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নান্নু মন্ডল দীর্ঘদিন এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিলো। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় রবিবারে তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

