কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট উপজেলায় ২৭০ পিস ইয়াবাসহ রানু খাতুন (৩০) নামের এক নারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত রানু খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামের জামাল উদ্দিন ওরফে বাবু মিয়ার স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রানু খাতুনের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় তার বাড়িতে থাকা বাক্সের ভিতর থেকে ২৭০ পিস ইয়াবা ও ১০,৫০০/- জব্দ করা হয়।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রানু খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়িতে থাকা বাক্সের ভিতর থেকে ২৭০ পিস ইয়াবা ও ১০,০০০/- টাকা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য আইনে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।


