ধুনটে ২ মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল আলম.


বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ অভিয়ান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলো ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল লতিফ ও ইশ্বরঘাট গ্রামের মীর বক্সের ছেলে বেলাল হোসেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া বেইলী সেতু এলাকা থেকে তাদের আটক করে।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, আব্দুল লতিফ ও বেলাল হোসেন এলাকায় গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাঠপাড়া বেইলী সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুল লতিফের কাছে ১৫ টি ও বেলাল হোসেনের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (যার নং ১৩, ২৯.০৫.২০১৭ইং) দায়ের হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ